রবিবার, ২৩ জুন, ২০১৯

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় যুবক কে ছিনতাই করে হত্যার চেষ্টা

নিজেস্ব প্রতিনিধিঃ
গতকাল ২২-০৬-২০১৯ সিলেট নগরীর পাঠানটুলা এলাকা তখন সুন্দর একটা বিকাল (৫.০০-৬.০০) সন্ধ্যা নেমে আসছে ঠিক সেই বিকালে তাহমিদুর রাহমান আবির (১৯বছর,দশম শ্রেণির ছাত্র) নামের একজন সাধারণ যুবক প্রতিদিনের মত তার বন্ধুদের সাথে মেলামেশা করে একা একা পথ দিয়ে আসছিলেন, হঠাৎ থাকে কিছু বখাটে(২৫-২৬ জন) ছেলে এসে অতর্কিত ভাবে এসে হামলা চালায় এবং তার কাছে থাকা জিনিস পত্র নিতে চায়,তখন সেই যুবক তার কাছে থাকা জিনিসপত্র না দিতে চাইলে তাকে মারধর করে এবং পরে হত্যার চেষ্টা চালায়। আহত যুবকের কাছ থেকে জানা যায় ঐ বখাটেদের কাছে অনেক অস্ত্র ছিল যেমন(হকিস্টিক, নাইফ, বাঁশের লাটি এবং দেশীয় আরও বিভিন্ন অস্ত্র ইত্যাদি)। আহত যুবকের পরিবার আমাদের জানায় ঐ সময় তার কাছে কিছু টাকাসহ দামি ফোন(২টা), হাতের ঘড়ি, রূপার চেইন ইত্যাদি তারা নিয়ে যায়। রাত ৮টায় আমাদের প্রতিনিধি ঐ যুবকের সাথে আলাপ করে বর্তমানে তার অবস্থা সাময়িক ভালো কিন্তু নাইফ এর আগাত লেগেছে ৮টা গুরুতর অবস্থা। এখন সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল এ ভর্তিরত অবস্থায় রয়েছে।
আহত যুবক আমাদের জানায় বখাটেদের মধ্যে (৫-৬) কে প্রায়ই দেখে এই এলাকায় এদের নাম হলঃ কুখ্যাত ছিনতাইকারি আরিয়ান আল মাহিম(বখাটে লিডার,তার নামে ছিনতাই এর কেস এবং আরও অনেক পুলিশ কেস রয়েছে), সমর সরকার, সোহাগ, জাহিদ,ইমন। আরও বাকিদের নাম জানা যায়নি। জানা গেছে ওদের ওপর পুলিশ কেস ও করা হয়েছে। এভাবেই গড়ে উঠছে ছোট ছোট বাহিনী আর নগরীতে সৃষ্টি করছে অরাজক পরিবেশ নগরীর মানুষেরা ভয়ে আছে তাদের উঠতি বয়স্ক ছেলে মেয়েদের নিয়ে। এজন্য আগে পরিবার কে সচেতন হতে হবে এবং আইনপ্রয়োগকারি বাহিনীর তৎপর হতে হবে।

শেয়ার করুন


0 comments: